নড়াইলে আনসার-ভিডিপি’র অ্যাডভান্সড কোর্সের সমাপনী

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:৩৩
ছবি: বাসস

নড়াইল, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ আনসার ও ভিডিপি’র ২৮ দিনব্যাপী ‘অ্যাডভান্সড’ কোর্সের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে আনসার-ভিডিপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স ওআইসি মো. নূরুল আবছারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

এসময় জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।এ ছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্য তিনজনকে সম্মাননা স্মারক প্রদান হয়। 

জেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই থেকে শুরু হওয়া ১ম ধাপের ‘অ্যাডভান্সড’ কোর্সে ৫০জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২৮ দিনের এ কোর্সে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন- সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০