নড়াইলে আনসার-ভিডিপি’র অ্যাডভান্সড কোর্সের সমাপনী

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:৩৩
ছবি: বাসস

নড়াইল, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলায় আজ আনসার ও ভিডিপি’র ২৮ দিনব্যাপী ‘অ্যাডভান্সড’ কোর্সের প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে আনসার-ভিডিপি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স ওআইসি মো. নূরুল আবছারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।

এসময় জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

এদিন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।এ ছাড়া প্রশিক্ষণে সেরা দক্ষতার জন্য তিনজনকে সম্মাননা স্মারক প্রদান হয়। 

জেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই থেকে শুরু হওয়া ১ম ধাপের ‘অ্যাডভান্সড’ কোর্সে ৫০জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২৮ দিনের এ কোর্সে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন- সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর
সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি: ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
প্রতিরক্ষা তহবিল আত্মসাতের অভিযোগে রুশ কর্মকর্তা গ্রেফতার
পুলিশের ১২ ডিআইজি বদলি 
১০