রাজশাহী, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজশাহী মহানগরীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে এটি শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, মাতৃদুগ্ধের বিকল্প নেই। মায়ের দুধ সৃষ্টিকর্তা প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত। শিশুকে পুরো দুই বছর বা যতদিন প্রয়োজন ততোদিন মায়ের দুধ খাওয়াতে হবে।
মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলামের সঞ্চালনায় সভায় রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, পরিবার পরিকল্পনার উপপরিচালক আব্দুর রাজ্জাক, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, ডেপুটি সিভিল সার্জন মোসা. মাহবুবা খাতুনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মাতৃদুগ্ধ সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’।