নওগাঁয় লটারির মাধ্যমে ওএমএস এর ডিলার নিয়োগ

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:৪০
নওগাঁয় লটারির মাধ্যমে ওএমএস এর ডিলার নিয়োগ। ছবি: বাসস

নওগাঁ, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার আত্রাইয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় ১৪জন ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারির আয়োজন করা হয়।

উপজেলার ৮টি ইউনিয়নের ১৪টি পয়েন্টে ডিলার নিয়োগের জন্য ৪৩ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১২টি আবেদন বাতিল করা হয়। অবশিষ্ট ৩১ জন বৈধ প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে ১৪জন ডিলার নির্বাচিত হন।

ডিলার নিয়োগ কার্যক্রমে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ডিলার নিয়োগে অনিয়মের কোন সুযোগ নেই। যেহেতু উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করছি। তাই এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০