চট্টগ্রাম, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় অবৈধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে র্যাব-৭ অভিযান পরিচালনা করছে। এসময় চারটি কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় র্যাব-৭ প্রায় এক হাজার কেজি পলিথিন জব্দ করেছে। পাশাপাশি কারখানা মালিকদের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন হচ্ছে। এসব পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে র্যাব-৭ এর একটি অভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
রাজাখালী এলাকায় মোট চারটি কারখানায় অনুমোদনবিহীনভাবে পলিথিন তৈরি হচ্ছে এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে এসব কারখানা অনুমোদনবিহীন।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি ঘোষণা করবেন। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাদের পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আগে থেকেই সতর্ক করা হয়েছে। পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বিপণন বন্ধে র্যাব কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার জানান, প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও এই কারখানায় ক্লিয়ার পলি উৎপাদন করা হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এ কারণে নিষিদ্ধ পলিথিন জব্দ এবং জরিমানা করা হয়।