কিশোরগঞ্জে তেলের মিলে নারী শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:৫৭
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলার পাকুন্দিয়া উপজেলায় আজ তেলের মিলে কর্মরত অবস্থায় মেশিনে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া জামতলা বাজারে জিসান অয়েল মিল নামের তেলের মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী দেবনাথ পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। দু’বছর যাবৎ তিনি জামতলা বাজারের জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান অয়েল মিলে কাজ করার সময়ে সাথী দেবনাথের ওড়না মেশিনে পেঁচিয়ে যায়। এ সময় তার বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় এবং তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত মেশিন বন্ধ করে সাথীকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় সাথী দেবনাথকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তেলের মিলে মেশিনে হাত বিচ্ছিন্ন হয়ে নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

তিনি জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু 
যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩ 
নিরাপত্তা নিশ্চিত করার পর ওয়াশিংটনের রিগ্যান জাতীয় বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু
রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
১০