কিশোরগঞ্জে তেলের মিলে নারী শ্রমিকের মৃত্যু

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:৫৭
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ, ২৫ আগস্ট ২০২৫ (বাসস): জেলার পাকুন্দিয়া উপজেলায় আজ তেলের মিলে কর্মরত অবস্থায় মেশিনে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া জামতলা বাজারে জিসান অয়েল মিল নামের তেলের মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী দেবনাথ পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামের মৃত বলরাম দেবনাথের স্ত্রী। দু’বছর যাবৎ তিনি জামতলা বাজারের জিসান অয়েল মিলে অপারেটর হিসেবে কাজ করছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান অয়েল মিলে কাজ করার সময়ে সাথী দেবনাথের ওড়না মেশিনে পেঁচিয়ে যায়। এ সময় তার বাম হাত মেশিনের ভেতরে ঢুকে যায় এবং তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত মেশিন বন্ধ করে সাথীকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় সাথী দেবনাথকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন তেলের মিলে মেশিনে হাত বিচ্ছিন্ন হয়ে নারী শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

তিনি জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবি একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা অনুষ্ঠিত
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
১০