পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০
পিরোজপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি: বাসস

পিরোজপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় পিরোজপুর পৌর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল রঙ্গিন ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক এবং জাতীয় ও দলীয় পতাকা। শোভাযাত্রা শেষে টাউন ক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার ৭টি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত
চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, যুক্তরাষ্ট্রের বর্জন
নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক মাহবুবুর রহমান
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ
খাগড়াছড়িতে জলবায়ু সহনশীল ও সমন্বিত চাষাবাদ বিষয়ে কর্মশালা
টিআরসিদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান কেএমপি কমিশনারের
বরিশালে নতুন কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়
সাবেক ভূমিমন্ত্রী ও পরিবারের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ সিআইডির
কাপ্তাইয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক সভা
১০