
ফেনী, ১৯ নভেম্বর, ২০২৫(বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে বাংলাদেশ আনসার বাহিনী প্রস্তুুত রয়েছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা. মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)।
আজ বুধবার সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক দায়িত্ব পালনে আনসার বাহিনীর সুনাম অনেক দূরে এগিয়ে যাবে আশা করছি। সরকারের গুরুত্বপূর্ণ এ নির্বাচন আনসার বাহিনীর জন্য অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে চ্যালেঞ্জিং। এ জন্য সরকার সারাদেশে তরুণ প্রজন্মের শিক্ষিত বেকার উদ্যমী যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছে। কম্পিউটার, সেলাই, অস্ত্রসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তুলছে।
মাহবুবুর রহমান বলেন, আগামী নির্বাচনে আনসার বাহিনী সারাদেশে সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্র মনিটরিং করবে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঐ সমস্ত কেন্দ্রে পৌঁছে যাবে। এ সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তার কাছে ম্যাসেজ চলে যাবে।
অনুষ্ঠানে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি বক্তব্য রাখেন ও দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
এ সময় ফেনী জেলা আনসার কমান্ড্যন্ট মো. হেলান উদ্দন ও জেলা এডজুটেন্ট বিবি কুলসুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১ হাজার ৫০০ প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেওয়া হয়।