গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:২০
বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এসব কৃষি উপকরণ বিতরণ করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মণ্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় সাংবাদিক, এসএপিপিও এবং বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, রবি মৌসুমে উফশী ও হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৩০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার আরও পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে দুই কেজি করে হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, স্বল্প খরচে উন্নত জাতের ধানের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা। সরকার কৃষকের পাশে আছে এবং থাকবে-এ কর্মসূচি তারই প্রমাণ।

উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামের কৃষক মহিউদ্দিন দাড়িয়া সরকারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, ক্ষুদ্র কৃষকরা বিনামূল্যের সার ও বীজ পাওয়ায় রবি মৌসুমে তাদের চাষাবাদ আরও প্রসারিত হবে এবং উৎপাদন খরচ কমবে।
বীজ ও সার বিতরণ শেষে প্রধান অতিথি ইউএনও সাগুফতা হক বলেন, কৃষকই দেশের প্রাণ, কৃষিই আমাদের অর্থনীতির ভিত্তি। কোটালীপাড়ার কৃষকেরা খাদ্যশস্য উৎপাদনে যে ভূমিকা রাখছেন, তা শুধু উপজেলার চাহিদাই পূরণ করছে না-জাতীয় পর্যায়েও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। শস্য উৎপাদনে কৃষকেরা যেন আরও সচেতন, উদ্যমী ও প্রযুক্তিনির্ভর হন সে বিষয়ে সরকার সব সময় কাজ করছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেয়ারবাজারে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা, লেনদেন ৪২০ কোটি টাকা অতিক্রম
চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে শেয়াল, ফ্লাইট বিলম্বিত
দস্তয়ভস্কির ছোটগল্প নিয়ে নাটক ‘ভাসানে উজান’র উদ্বোধনী মঞ্চায়ন শুক্রবার
সাতক্ষীরায় সড়কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা
রাজশাহীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২
রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত 
যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২
সশস্ত্র বাহিনীর সমর্থনে দ্রুত সংকট উত্তরণ ও জাতিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে : প্রধান উপদেষ্টা
ডিএসসিএসসি কোর্স ২০২৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার অভিনন্দন
মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে দু’টি বেকারীকে জরিমানা 
১০