
রাজশাহী, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ষড়যন্ত্রের উদ্দেশ্যে যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহজাহান আলী (৪৯) ও সূর্য্য কান্ত হালদার (৪৯)। শাহজাহান রাজশাহী মোহনপুর থানার মৌপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। তিনি দড়িখড়বোনা এলাকায় বসবাস করতেন। শাহজাহান রাজশাহী জেলা আওয়ামী লীগদের সাবেক দপ্তর সম্পাদক।
সুর্য্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে। তিনি রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।
আজ বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশের সহায়তায় মোহনপুর থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করে আরএমপি ডিবির একটি দল। তার ব্যবহৃত মোবাইল যাচাই করে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের সদস্যদের সঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে তিনি তাদের সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে সূর্য্য কান্ত হালদারকে গ্রেপ্তার করা হয়। সূর্য্যও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহমখদুম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।