রাজশাহীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৫০

রাজশাহী, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ষড়যন্ত্রের উদ্দেশ্যে যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহজাহান আলী (৪৯) ও সূর্য্য কান্ত হালদার (৪৯)। শাহজাহান রাজশাহী মোহনপুর থানার মৌপাড়া (খাঁ পাড়া) এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। তিনি দড়িখড়বোনা এলাকায় বসবাস করতেন। শাহজাহান রাজশাহী জেলা আওয়ামী লীগদের সাবেক দপ্তর সম্পাদক। 

সুর্য্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার নবকান্ত হালদারের ছেলে। তিনি রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক। 

আজ বুধবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশের সহায়তায় মোহনপুর থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করে আরএমপি ডিবির একটি দল। তার ব্যবহৃত মোবাইল যাচাই করে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের সদস্যদের সঙ্গে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে তিনি তাদের সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে সূর্য্য কান্ত হালদারকে গ্রেপ্তার করা হয়। সূর্য্যও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করতেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহমখদুম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যাম্প ন্যু’তে চ্যাম্পিয়ন্স লিগ খেলার অনুমতি দিল উয়েফা
স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য ৩০২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড
ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
মুন্সীগঞ্জে মাদক সহ আটক ৩ 
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
ঢাবিতে ফার্মেসী অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান, বৃত্তি পেয়েছে ২৪ শিক্ষার্থী
৩ হাজার রানের ক্লাবে লিটন
উগান্ডাকে হারিয়ে প্রথম জয় থাইল্যান্ডের
১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে গবেষণার মাধ্যমে নথিভুক্ত করা হবে: মির্জা ফখরুল 
১০