ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৫৫
আজ ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। ছবি : বাসস

ঝিনাইদহ, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘আইনজীবী ঐক্য পরিষদ’ সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৫টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সভাপতি পদে মো. কাজী একরামুল হক ও সাধারণ সম্পাদক পদে মো. শফিউল আলম নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে কাজী মো. আলাউদ্দিন হক আলো, সহ-সাধারণ সম্পাদক পদে এ এস এম রাকিব 

উল হাসান, হিসাব নিরীক্ষক পদে মো. আশরাফুল আলম-২, সাহিত্য সাংস্কৃতিক ও গ্রন্থাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. পান্না বিশ্বাস, ক্রীড়া ও প্রকৌশল সম্পাদক পদে মো. আনোয়ারুল কবির, ধর্মীয় ও সামাজিক সম্পাদক পদে মো. মোর্শেদ ইমাম নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিতরা হলেন, মো. মোশাররফ হোসেন-২, মো. আবু তালেব, মো. আবু তৈয়েব, মো. মাসুদ উর রহমান-২, খান মো. আনোয়ারুল বাসার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ, মো. আনোয়ার হোসেন-৩ এবং মো. আলাউদ্দিন (আজাদ)।

নির্বাচন কমিশনার মো. তারিকুল আলম স্বাক্ষরিত চ’ড়ান্ত ও নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ করে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় উল্লিখিত প্রার্থীরাই চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। একইসঙ্গে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও অভিনন্দন জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল
বাংলাদেশের প্রথম পরাজয়
ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান এককভাবে শীর্ষে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু 
শততম টেস্টে মুশফিককে সম্মাননা জানালেন ক্রীড়া উপদেষ্টা
কিশোর হত্যা মামলার রহস্য ৩০ ঘণ্টায় উদ্‌ঘাটন, গ্রেফতার ৪
অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওইপি’র যাত্রা শুরু
রাজাপুরে গার্লস গাইডিং কার্যক্রম সম্প্রসারণে মতবিনিময়
সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক কর্মশালা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
১০