
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস) : আংশিক সংষ্কারকৃত ক্যাম্প ন্যু স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার জন্য বার্সেলোনাকে সবুজ সঙ্কেত দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা, লা লিগা ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দুই দিন আগে বার্সেলোনা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লা লিগার ম্যাচ ক্যাম্প ন্যুতে ফেরার ঘোষনা দিয়েছিল। প্রায় দুই বছর ধরে সংষ্কার কাজ শেষে ক্যাম্প ন্যু এখন ম্যাচ খেলার জন্য প্রস্তুত। যদিও নির্মাণ জটিলতায় এখনো সংষ্কার কাজ পুরোপুরিভাবে সম্পন্ন হয়নি।
আগামী ২২ নভেম্বর এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগের ম্যাচ দিয়ে নিজেদের হোম গ্রাউন্ডে ফিরতে যাচ্ছে কাতালান জায়ান্টরা। এর দুই সপ্তাহ পর ৯ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এইনট্র্যাখ ফ্র্যাংকফুর্টকে আতিথ্য দিবে বার্সা।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে উয়েফা তাদের অনুরোধ মেনে নিয়েছে। এজন্য অবশ্য উয়েফার প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হয়েছে।
নিরাপত্তা ইস্যুতে ক্যাম্প ন্যু না পাওয়ায় মৌসুমের প্রথম সপ্তাহে বার্সেলোনাকে বাধ্য হয়ে ৬ হাজার ধারণক্ষমতা সম্পন্ন ইয়োহান ক্রুইফ ট্রেনিং গ্রাউন্ডে দুটি ম্যাচ খেলতে হয়েছে। এরপর থেকে ম্যাচগুলো অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনা সমর্থকদের জন্য অস্থায়ীভাবে ৪৫ হাজার ৪০১টি আসন উন্মুক্ত করে দিবে। পরবর্তীতে সংষ্কার কাজ পুরোপুরি সম্পন্ন হলে ক্যাম্প ন্যুর মোট ধারণক্ষমতা দাঁড়াবে ১ লাখ ৫ হাজারে।
এর আগে নভেম্বরের শুরুতে দলের অনুশীলন দেখার জন্য পরীক্ষামূলকভাবে ২৩ হাজার আসন উন্মুক্ত করেছিল বার্সা।
সংষ্কার কাজে দেরী হওয়ায় বার্সেলোনার বিপুল পরিমান আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এখন পর্যন্ত সংষ্কার কাজ বাবদ দেড় বিলিয়ন ইউরো ব্যয়ের দাবী জানিয়েছে বার্সেলোনা।