
মুন্সীগঞ্জ, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সিরাজদিখান উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রি প্রস্তুত এবং খাবারের প্যাকেটে প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পণ্যের খুচরা মূল্য উল্লেখ না থাকার দায়ে দুইটি বেকারীর মালিককে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ বুধবার বিকালে উপজেলার সিরাজদিখান বাজারে মনিটরিংকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে সিরাজদিখান বাজারে মনিটরিংকালে কেক, বিস্কুট ও পাউরুটি প্রভৃতি খাদ্র্য সামগ্রির প্যাকেটে প্রস্তুতের ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা বাজার মূল্য উল্লেথখ না থাকায় ‘তুলি বেকারী’কে ৮ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্র সামগ্রি প্রস্তুতের দায়ে ‘আল মদিনা বেকারী’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সিরাজদিখান উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. শাহ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।