নওগাঁয় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার শহরের নওজোয়ান মাঠ থেকে দলের জেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ছবি : বাসস

নওগাঁ, ১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের নওজোয়ান মাঠে জড়ো হয়।

এ ছাড়াও রোববার দিবাগত রাত ১২টা ১মিনিটে জেলা বিএনপি’র কার্যালয়ে দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাজ্য সফর সংক্রান্ত সরকারি চিঠির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিডা
রাজশাহীর হত্যা মামলার আসামি সাতক্ষীরায় গ্রেপ্তার
চীনে মার্কিন তৈরি এআই চিপ বিক্রির অনুমতি দিতে হবে : এনভিডিয়া প্রধান
সুনামগঞ্জে চতুর্থ ও পঞ্চম শ্রেণির মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
টেকসই উন্নয়ন হলে প্রান্তিক মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুরক্ষিত থাকবে : পরিবেশ উপদেষ্টা
রাজধানীতে বিভিন্ন অপরাধে ১৮ জন গ্রেফতার
চীনের 'আগ্রাসন' রোধে জাপান-মার্কিন সম্পর্ক গুরুত্বপূর্ণ : পেন্টাগণ
মিয়ানমারের নির্বাচনে বিদেশী সংবাদমাধ্যমকে আমন্ত্রণ
শিবচরে ৩৭৫০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শেরপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
১০