রাজবাড়ী, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কালুখালী উপজেলার কালিকাপুর বাজারে অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত মালিকগণ হচ্ছেন, উজ্জ্বল শেখ, মানিক শেখ, চাঁদ আলী, নুরু মন্ডল ও মিলন শেখ।
কালুখালী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় কালুখালীর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাকের্টে অগ্নিকান্ডের ঘটনা জানতে পারি। পরে আমরা এসে স্থানীয়দের সহায়তায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা জানতে পেরেছি উজ্জল শেখের রাইস মিল থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে এ অগ্নিকান্ডের সূত্রপাত।
স্থানীয় জামায়াতের আমির হারুনুর রীশদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ অগ্নিকান্ডে ১টি রাইস মিল, ২টি মুদিখানার দোকান, ১টি টি স্টল, ১টি সেলুন এবং কালিকাপুর ইউনিয়ন জামাত অফিস পুড়ে যায়।