মানিকগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার বিকেলে তাকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করা হয়। আটককৃত মুন্না ফোরাজী (২৫) শিবালয় উপজেলার ছোট ধুত্রাবাড়ি গ্রামের মৃত মোতাহার ফোরাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্র জানায়, বিকেল ৩টার দিকে ওই যুবক আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার গতিবিধি লক্ষ্য করে লোকজন তাকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মানিকগঞ্জ থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে যুবককে আটকের পর লোকজন তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। চুরির সঙ্গে আর কেউ জড়িত কিনা তা তদন্তের চেষ্টা করছে পুলিশ।