রাজশাহীতে মাদকসহ ডিলার আটক

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭
ছবি: সংগৃহীত

রাজশাহী, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহীতে ইয়াবার ডিলার আবুল কালাম আজাদকে (৫০) আটক করেছে র‌্যাব-৫। 

সোমবার বিকেলে তাকে কাটাখালী থানাধীন বেলঘরিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়।

রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবার চালান রাজশাহীতে নিয়ে আসার পথে তাকে আটক করা হয়।  

আজ মঙ্গলবার সকালে র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তি রাজশাহীর কাটাখালি থানার বেলঘরিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, রাজশাহীর কাটাখালীর চিহ্নিত ইয়াবা ডিলার আজাদ ঢাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে আসছে। বিষয়টি জানার পর র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে বেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে থেকে ইয়াবা জব্দ করা হয়। 

র‌্যাব জানায়, আবুল কালাম আজাদ এলাকার চিহ্নিত মাদক ডিলার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন ঢাকা যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ৫০ বোতল ফেন্সিডিল বহন করে নিয়ে যান। ফেরার পথে ইয়াবা নিয়ে আসে। এভাবেই দীর্ঘদিন ধরে ফেন্সিডিল-ইয়াবা পাচার করতেন। পরে সেগুলো রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে পাইকারিতে বিক্রি করে আসছিলেন। 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
মোমিনুল-মুশফিকের ব্যাটে দ্বিতীয় সেশন বাংলাদেশের
রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১
কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময়
ভূমি অধিগ্রহণে জনদুর্ভোগ লাঘবের ওপর জোর দিতে বললেন ভূমি উপদেষ্টা
ঢাবি জসীম উদদীন হলের এক শিক্ষার্থীর ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক লাভ
বৈদ্যুতিক গাড়ি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এখন লাভজনক : শাওমি
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস পালিত
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
১০