আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ আপডেট: : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: পিআিইডি

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছুটে গেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে সোমবার রাত ১১টায় চমেক হাসপাতালে যান তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেসময় আহতদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান এবং সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে তাদের আশ্বস্ত করেন। এছাড়াও আহতদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনাও দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে এ ধরনের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এটিকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোন চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের আইনশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।

এসময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা দু’দিনের সরকারি সফরে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থানের ছবি খাগড়াছড়ির দাবি করে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
খাগড়াছড়ির দাবিতে ভাইরাল ভিডিও ভিন্ন ঘটনার: ফ্যাক্টওয়াচ
দুর্গাপূজা উপলক্ষ্যে টাঙ্গাইলে উপহার বিতরণ বিএনপির
হেফাজতে ইসলামের অসুস্থ নেতার পাশে বিএনপি
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
১০