রাঙ্গামাটিতে আখ চাষে সফলতা পেয়েছে প্রান্তিক চাষীরা

বাসস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ার আখের বাগান। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আখ চাষ করে সফলতা পেয়েছে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ার প্রান্তিক চাষীরা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে আখ চাষ করে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের রেশম বাগান এলাকায় ৯টি প্লটে আখ চাষ করে সফলতা পান এখানকার প্রান্তিক চাষীরা।

আজ মঙ্গলবার সকালে তঞ্চঙ্গ্যা পাড়ায় প্রান্তিক চাষীদের করা রেশম বাগান এলাকায় গিয়ে দেখা যায়, সারি সারি আখের বাগান। আখের ফলন ভালো হওয়াতে খুশি এখানকার চাষীরা। তারা এখন আখ কেটে ব্যাপারিদের কাছে বিক্রি করছেন এবং অনেকে কয়েকদিন আগে আখ বিক্রি করে দিয়েছেন।

আখচাষী মায়াদেবী তঞ্চঙ্গ্যা বাসসকে বলেন, আমি ৬০ শতাংশ জমিতে আখের চাষ করি। এবার আখ চাষ অনেক ভালো হয়েছে। বাগান থেকে  পাইকারি ব্যবসায়ীরা প্রতি পিস আখ ২২ থেকে ২৫ টাকা করে কিনে নিচ্ছেন। ইতোমধ্যে কিছু আখ বিক্রি করে দিয়েছি এবং বেশ লাভবান হয়েছি।

আখচাষী ইতি তঞ্চঙ্গ্যা বাসসকে বলেন,  এই বছর আমি প্রায় ১ একর জমিতে আখ চাষ করেছি, মোটামুটি ভালো ফলন হয়েছে। আমি বিক্রি করে লাভবান হয়েছি।

প্রকল্পের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের কনসালটেন্ট ধনেশ্বর তঞ্চঙ্গ্যা বাসসকে বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুগারক্রপ জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা  ইউনিয়নের ২নং ওয়ার্ডের রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়া   এলাকায়  ৯টি প্লটে এখানকার প্রান্তিক চাষীরা আখ চাষ করে সফলতা অর্জন করেছে।  এখানে কৃষকরা বিএসআরআই আখ-৪২ (রং বিলাস) জাতের আখ চাষ করেছেন। এটা খুবই মিষ্টি।

তিনি বলেন, প্রকল্প হতে  প্রত্যেকটি প্লটে ১ বিঘা করে আখ চাষ করার জন্য  চাষীদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। অনেকে নিজ উদ্যোগে আরো বেশী করে কৃষি জমিতে আখ চাষ করে সফলতা পেয়েছেন।

পাহাড়ে সম্ভাবনাময় এবং লাভজনক আখ চাষে চাষীদের আগ্রহী করে তুলতে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
উত্তরায় আনসার-ভিডিপি মহাপরিচালকের মন্দির পরিদর্শন
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
১০