গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দোকান পুড়ে ছাই

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫
প্রতীকী ছবি

গাজীপুর, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের অধিকাংশ দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে লাগা আগুন মুহূর্তের মধ্যে কাঁচাবাজারজুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ব্যবসায়ীরা জানান, অধিকাংশ দোকানে প্রচুর পরিমাণে পচনশীল পণ্য ও মালামাল মজুদ ছিল। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে অতিরিক্ত দুইটি ইউনিট যোগ দেয়। সর্বমোট পাঁচটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের অনেক দোকান পুড়ে গেছে। 

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আমরা সকাল ছয়টার কাছাকাছি সময়ে খবর পাই। পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের বগি লাইনচ্যুত
ডেঙ্গু আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩
বাংলাদেশ নারী হকি দলের দুই কান্ডারি সাতক্ষীরার রেহানা ও ষষ্ঠী
কোনো অজুহাতে নির্বাচন পেছানো যাবে না : মাসুক
ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীনবরণ 
খুলনার কয়রা উপকূলে স্বাস্থ্য সেবায় সংকট নিরসনের দাবি 
মডেল মসজিদের নির্মাণ কাজ অসম্পূর্ণ, নামাজ পড়তে পারছেন না মুসল্লিরা
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল রোববার শুরু
ঠাকুরগাঁও জেলা সিপিবির সম্মেলন অনুষ্ঠিত
ফ্রান্সের জাদুঘরে ৯৫ লাখ ইউরোর চীনামাটির বাসন চুরি
১০