প্রবাসী ভোটার নিবন্ধন উদ্বোধনে আজ কানাডা সফরে যাচ্ছেন সিইসি 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম উদ্বোধন করতে কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম বাসসকে জানান, প্রধান নির্বাচন কমিশনার আজ বৃহস্পতিবার রাতেই কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন।

সফরকালে সিইসি টরেন্টো ও অটোয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি দুই শহরে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এসব সভায় তিনি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া, তথ্য যাচাই-বাছাই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

সিইসির এ সফরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। সভাগুলোতে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ধারণা প্রদান করবেন।

অফিশিয়াল কার্যক্রম শেষে তিনি ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিগত কারণে ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার এ সফরে সিইসির সহযাত্রী হিসেবে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০