প্রবাসী ভোটার নিবন্ধন উদ্বোধনে আজ কানাডা সফরে যাচ্ছেন সিইসি 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ফাইল ছবি

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম উদ্বোধন করতে কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম বাসসকে জানান, প্রধান নির্বাচন কমিশনার আজ বৃহস্পতিবার রাতেই কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী ৫ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করবেন।

সফরকালে সিইসি টরেন্টো ও অটোয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি দুই শহরে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সাথে একাধিক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এসব সভায় তিনি প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া, তথ্য যাচাই-বাছাই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

সিইসির এ সফরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ। সভাগুলোতে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও ধারণা প্রদান করবেন।

অফিশিয়াল কার্যক্রম শেষে তিনি ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিগত কারণে ভ্যাঙ্কুভারে অবস্থান করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার এ সফরে সিইসির সহযাত্রী হিসেবে থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি
রেকর্ড নবমবার এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ
রাজধানীতে বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার 
নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান আখতার হোসেনের
ঢাকায় প্রথমবারের মতো নির্মিত হচ্ছে সরকারি গ্রিন বিল্ডিং : পরিবেশ উপদেষ্টা
দুর্গাপূজা পূজায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান ও উপহার সামগ্রী দিয়েছে মারিশ্যা ব্যাটালিয়ন
মিরসরাইয়ে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় ১ জন নিহত
১০