যশোরে দুইটি স্বর্ণের বারসহ একজনকে আটক

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৫
ছবি : বাসস

যশোর, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় দুইটি স্বর্ণের বারসহ বাদশা শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক বাদশা শেখ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পোদমোদী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের বারদুটির ওজন ২২৫ গ্রাম, যার বাজারমূল্য ৩৪ লাখ ৫৪ হাজার টাকা।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিজিবি’র একটি টহল দল শহরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি স্বর্ণের বারসহ বাদশা শেখকে আটক করে।

স্বর্ণের বারদুটি বাদশা শেখে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল বলে জানান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ জানিয়েছেন যে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারদুটি সংগ্রহ করে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন তিনি। 

আটক বাদশাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করে এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাবিপ্রবিতে কৃষি অনুষদের শিক্ষার্থীদের "র‌্যাগ ডে" উদযাপন
রাজসাক্ষী মামুনের জেরা শেষ, হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৮ সেপ্টেম্বর
ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার 
জয়পুরহাটে গ্রাম আদালতে মিলছে কাঙ্ক্ষিত সেবা 
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২,২০০ ছাড়িয়েছে
প্লাস্টিক নিয়ে জয়পুরহাটে সচেতনতামূলক প্রচারণা
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ২ কোটি ১০ লক্ষ টাকার কল্যাণ অনুদান বিতরণ
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর
১০