চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বন্দর থানার সভাপতি মো. কাইয়ুমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দর থানা পুলিশের একটি টিম দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত মো. কাইয়ুম বন্দর থানা ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার গণি কন্ট্রাক্টারের বাড়ির মৃত শরীফের ছেলে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগসহ তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আফতাব উদ্দিন বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।