চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের ছোবলে শিক্ষিকার মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭ আপডেট: : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২
নিহত শিক্ষিকা গোপা ঘোষ। ছবি : বাসস

চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সীতাকুণ্ডে বিষধর সাপের ছোবলে গোপা ঘোষ (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষিকা গোপা ঘোষ (৪৫) সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের পিন্টু কুমার ঘোষের স্ত্রী। এলাকার একটি ধর্মীয় মন্দির ভিত্তিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য সজল কুমার শীল জানান, বুধবার রাত সাড়ে ৭টার সময় বসতঘরের পাশে লাগোয়া শৌচাগারে যান শিক্ষিকা গোপা ঘোষ। ফেরার সময় শৌচাগারের দরজা বন্ধ করতে গেলে তার পায়ে বিষধর সাপ  ছোবল দেয়। ঘটনার বেশ কিছু সময় পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আলতাফ হোসেন বলেন, ‘সাপে কাটা রোগীকে তার স্বজনরা দীর্ঘ সময় পর হাসপাতালে এনেছিলেন। তখন তার অবস্থা একেবারেই সংকটাপন্ন ছিল। তাই তাকে আমরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি।’ 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে রোনালদো ও মাস্ক
রাঙামাটিতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিএনপি ও এনসিপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ আজ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৩২ 
রমনা ভবনের পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত
১০