সীতাকুন্ডে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও কন্যা।

বৃহস্পতিবার বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোমেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে উপজেলার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম পঞ্চগড় জেলার অটোয়ারী থানার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের মো. আব্দুল আজিজের মেয়ে এবং জনৈক সাইফুল হকের স্ত্রী।

আহতরা হলেন- নিহতের স্বামী সাইফুল হক (৩০) ও কন্যা হুমায়রা সায়মা (৪)।

ওসি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহাসড়কের ফকিরহাট কালুশাহনগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পথচারী মমতাজ বেগম, তার স্বামী ও মেয়ে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টায় তিনি মারা যান। তার স্বামী ও মেয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
১০