সীতাকুন্ডে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মমতাজ বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও কন্যা।

বৃহস্পতিবার বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোমেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে উপজেলার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম পঞ্চগড় জেলার অটোয়ারী থানার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের মো. আব্দুল আজিজের মেয়ে এবং জনৈক সাইফুল হকের স্ত্রী।

আহতরা হলেন- নিহতের স্বামী সাইফুল হক (৩০) ও কন্যা হুমায়রা সায়মা (৪)।

ওসি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহাসড়কের ফকিরহাট কালুশাহনগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পথচারী মমতাজ বেগম, তার স্বামী ও মেয়ে। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টায় তিনি মারা যান। তার স্বামী ও মেয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিয়ানমারে অভিযান থেকে বাঁচতে সহস্রাধিক লোকের থাইল্যান্ডে অনুপ্রবেশ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
চট্টগ্রাম বাজারে শীতের সবজি, কমতে শুরু করেছে দাম 
পিয়েরেকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
১০