ঠাকুরগাঁও, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক।
শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েমসহ স্থানীয় কয়েকজন নেতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর একটি প্রাণবন্ত লাল পতাকা শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে সম্মেলনস্থলে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যমান জাতীয় প্রেক্ষাপটে, শোষণ ও বৈষম্য প্রতিরোধের জন্য একটি বামপন্থী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য। সিপিবি কৃষক, শ্রমিক ও শ্রমজীবী জনগণের অধিকারের জন্য ধারাবাহিকভাবে লড়াই করেছে।
নেতারা আরও বলেন, দরিদ্র ও মেহনতি মানুষের স্বার্থের উপর অবিচারের জুয়া আর খেলতে দেওয়া হবে না।