মডেল মসজিদের নির্মাণ কাজ অসম্পূর্ণ, নামাজ পড়তে পারছেন না মুসল্লিরা

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮
ছবি : বাসস

বিপুল ইসলাম

লালমনিরহাট, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : লালমনিরহাট সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের দুই বছর পার হলেরও মুসল্লিদের নামাজের সুযোগ হয়নি। 

দীর্ঘদিন ধরে মসজিদটি বন্ধ পড়ে থাকায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত মসজিদটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

গণপূর্ত বিভাগের তথ্যমতে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর সদর উপজেলার ধাইরখাতা এলাকায় প্রায় ৪৮ শতক জমির ওপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ৬০ লাখ টাকার এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় ঢাকার সাজিন কনস্ট্রাকশন লিমিটেড। 

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২১ সালের ২৪ মার্চ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরবর্তীতে ২০২৩ সালের ১৭ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মসজিদটির উদ্বোধন করেন। তবে উদ্বোধনের আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করা হলেও, নামাজ আদায়ের পরিবেশ তৈরি হয়নি আজও।

সরেজমিনে দেখা গেছে, মসজিদের বাইরে সীমানা প্রাচীর ও অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনের কাজ এখনও অসম্পূর্ণ। পানি ও বিদ্যুৎ সংযোগসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ না হওয়ায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারছেন না।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘসূত্রতার কারণে তারা বহুদিন ধরে মসজিদটি ব্যবহার করতে পারছেন না। তাদের দাবি, দ্রুত কাজ শেষ করে মসজিদটিতে নামাজ আদায়ের ব্যবস্থা নিশ্চিত করা হোক।

সদর মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবেদ আলী বলেন, উদ্বোধনের এতোদিন পরও মুসল্লিদের নামাজের সুযোগ হয়নি। গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের দপ্তরে বহুবার যোগাযোগ করা হলেও কাজ শেষ হয়নি। 

একই অভিযোগ স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদেরও। তিনি জানান, জেলা প্রশাসকসহ কর্মকর্তারা দ্রুত নামাজের ব্যবস্থা করার আশ্বাস দিলেও তিন-চার বছর পার হয়ে গেছে। প্রতিদিন অল্প শ্রমিক দিয়ে ধীর গতিতে কাজ চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। 

তার দাবি, বিদ্যুৎ সংযোগসহ অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করে মসজিদটি উন্মুক্ত করা হোক।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার জানান, নকশাগত পরিবর্তনের কারণে কাজ শেষ হতে সময় লেগেছে। বর্তমানে শুধু বিদ্যুৎ সংযোগ বাকি রয়েছে। নেসকো বিদ্যুৎ সংযোগ দিলেই মসজিদটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ
জাম্বিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সশ্রম কারাদণ্ড
ইয়েমেনে ইসরাইলের গুপ্তচর সন্দেহে জাতিসংঘ কর্মী আটক: হুতি কর্মকর্তা
নীলফামারী উত্তরা ইপিজেডে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা
শরীয়তপুরে কমিউিনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ বিষয়ক সেমিনার
বেইজিংয়ে সি চিনপিংয়ের সঙ্গে কিম জং উনের বৈঠক
তারেক রহমান দেশে ফিরতে চাইলে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্রে সহযোগিতা করবে সরকার: তৌহিদ
ঝালকাঠিতে স্কাউট সদস্যদের সনদ বিতরণ
বাংলাদেশে এসডিজি অর্জনে তৃণমূল নেতৃত্বের ওপর জোর বিশেষজ্ঞদের
১০