ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের বগি লাইনচ্যুত

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯
তিতাস ট্রেনের বগি লাইনচ্যুত। ছবি : বাসস

ব্রাহ্মণবাড়িয়া, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

ঘটনার দেড় ঘণ্টা পর বিকল্প (লুপ) লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও প্রায় ৫’শ মিটার রেললাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুপুর দুইটার পর লাইনচ্যুত বগিটি রেখে বাকিগুলো সড়িয়ে ট্রেন চলাচল শুরু করা হয়।

তিতাস ট্রেনের স্টুয়ার্ড মো. জাকির হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার সময় আশুগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতি দিয়ে তালশহর অতিক্রম করার সময় তিতাস ট্রেনের (ড) বগিটির একটি চাকা লাইনচ্যুত হয়। 

এ ব্যাপারে তালশহর রেল স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, দুপুরে আশুগঞ্জ থেকে যাত্রা বিরতি দিয়ে তিতাস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্যে তালশহর স্টেশন পার হওয়ার আগেই ট্রেনটির (ড) বগির একটি চাকা লাইনচ্যুত হয়। ফলে চট্টগ্রাম অভিমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত বাকি বগিগুলো সড়িয়ে দুপুর দুইটার পরে বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করে। লাইনচ্যুত বগিটি সড়িয়ে নেয়ার কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামতে আমাদের লোকজন কাজ শুরু করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবিতে ২৯ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে
ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে রোনালদো ও মাস্ক
রাঙামাটিতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিএনপি ও এনসিপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ আজ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৩২ 
রমনা ভবনের পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
১০