আইসিটি আইনের মামলায় অভিযুক্তরা এমপি বা সরকারি চাকরি প্রার্থী হতে পারবেন না

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭ আপডেট: : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : বাসস

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র গৃহীত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা বহাল থাকার যোগ্যতা হারাবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক পদে নির্বাচিত হওয়া বা বহাল থাকারও অযোগ্য হবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এ সেকশন ২০ (সি)  যুক্ত করা হয়েছে। নতুন সংযোজন অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনের সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য বা স্থানীয় সরকারের কোনো নির্বাচিত পদে প্রার্থী বা বহাল থাকার যোগ্য থাকবেন না।’

তিনি আরও জানান, এ ধারা অনুসারে ওই ব্যক্তি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার কিংবা অন্য কোনো সরকারি অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিয়ানমারে অভিযান থেকে বাঁচতে সহস্রাধিক লোকের থাইল্যান্ডে অনুপ্রবেশ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
চট্টগ্রাম বাজারে শীতের সবজি, কমতে শুরু করেছে দাম 
পিয়েরেকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
১০