ডিসিসিআই এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষর

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৩
আজ ডিসিসিআই এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষর। ছবি : বাসস

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যে আজ একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত  হয়েছে।

চুক্তি অনুসারে, পারস্পরিকভাবে সম্মত তিন মাসব্যাপী পেশাগত সনদপত্র কোর্স যৌথভাবে আয়োজন করা হবে। যেখানে উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়ন, টেকসই ব্যবসায়িক কৌশল ও ইএসজি রিপোর্টিং এবং প্রকল্প ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ডিসিসিআই সবসময় শিল্প-শিক্ষা সহযোগিতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে, কারণ দক্ষ জনশক্তিই দেশের অর্থনৈতিক রূপান্তরে অন্যতম নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে।

তিনি বলেন, আয়তনের দিক দিয়ে বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর জনসংখ্যা অনেক বেশি এবং প্রতিবছর শিক্ষাজীবন শেষ করে বিপুলসংখ্যক জনগোষ্ঠী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তবে বাস্তবতা হলো যুগোপযোগী শিক্ষাক্রমের অভাবে আমরা শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে বেশ পিছিয়ে আছি। 

ডিসিসিআই ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এ সহযোগিতা স্মারক আগামী প্রজন্মের পেশাজীবীদের গড়ে তুলতে, বেসরকারি খাতকে শক্তিশালী করার পাশাপাশি টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাংলাদেশকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিসিসিআই সভাপতি। 

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান বলেন, এ সহযোগিতা স্মারক উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়নকে উৎসাহিত করতে যৌথভাবে নির্ধারিত কোর্সগুলো বাস্তবায়নের অংশীদার হবে। 

তিনি আরও বলেন, দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সর্বদা বেসরকারি খাতের সঙ্গে সমন্বয়ে কাজ করার চেষ্টা করে, যাতে সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ডিন প্রফেসর ড. আহমেদ ওয়াসিফ রেজা, ডিসিসিআইয়ের সহসভাপতি মো. সালেম সোলায়মান এবং পরিচালক মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিয়ানমারে অভিযান থেকে বাঁচতে সহস্রাধিক লোকের থাইল্যান্ডে অনুপ্রবেশ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
চট্টগ্রাম বাজারে শীতের সবজি, কমতে শুরু করেছে দাম 
পিয়েরেকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
১০