সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫
৪ সেপ্টেম্বর,সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার তাহিরপুরে শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে তাদের ১২ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এর আগে ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর এলাকা থেকে বালুবোঝাই নৌকাসহ তাদের আটক করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের মুসা মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০), কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও সোহাগ মিয়া (৩০)।

তথ্য নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে নৌকা বোঝাই করে জালালপুর এলাকা দিয়ে পাচারের সময় স্থানীয়রা ওই তিনজনকে আটক করে। পরে পুলিশকে জানালে নৌকাসহ ৩ জনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলায় সব অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কোনো অনিয়মে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবিতে ২৯ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে
ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে রোনালদো ও মাস্ক
রাঙামাটিতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিএনপি ও এনসিপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ আজ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৩২ 
রমনা ভবনের পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
১০