সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫
৪ সেপ্টেম্বর,সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ৩ জনের কারাদণ্ড। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার তাহিরপুরে শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে তাদের ১২ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এর আগে ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর এলাকা থেকে বালুবোঝাই নৌকাসহ তাদের আটক করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের মুসা মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০), কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও সোহাগ মিয়া (৩০)।

তথ্য নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে নৌকা বোঝাই করে জালালপুর এলাকা দিয়ে পাচারের সময় স্থানীয়রা ওই তিনজনকে আটক করে। পরে পুলিশকে জানালে নৌকাসহ ৩ জনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। নৌকা ও বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলায় সব অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কোনো অনিয়মে ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিয়ানমারে অভিযান থেকে বাঁচতে সহস্রাধিক লোকের থাইল্যান্ডে অনুপ্রবেশ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
চট্টগ্রাম বাজারে শীতের সবজি, কমতে শুরু করেছে দাম 
পিয়েরেকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
১০