দিনাজপুরে আদিবাসী সাঁওতালদের ডালপূজা উৎসব 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭
আদিবাসী সাঁওতালদের ডালপূজা উৎসব। ছবি : বাসস

দিনাজপুর, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার হাকিমপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক আয়োজন ডালপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার উদয়গিরি, গোহাড়া, বাগমাড়া ও মালঞ্চা গ্রামের সাঁওতাল অধ্যুষিত পল্লী গুলোতে নাচ-গান, পূজা অর্চনা ও ভক্তি প্রার্থনার মাধ্যমে ডালপুজা উৎসব পালন করা হয়েছে।

সাঁওতালদের পূর্ব পুরুষদের আমল থেকে ভাদ্র মাসের পূর্ণিমার একাদশীতে প্রতিবছর এ উৎসব পালিত হয়ে আসছে। দিনব্যাপী উপোস থেকে সন্ধ্যায় পূজা শেষে অন্ন গ্রহণ করবেন তারা। এসময় তারা তাদের সৃষ্টিকর্তার কাছে যাবতীয় বিপদ-মুক্তি, খরা-অতিবন্যা থেকে রক্ষা এবং দেশের মানুষের কল্যাণ কামনা করা হয়।

আদিবাসী সম্প্রদায়ের গুরুদেব সৃনাল মার্ডী (৬৩) বলেন, ‘তারা তাদের ধর্ম অনুযায়ী বিশ্বাস করেন, বছরে একবার এই মাসের পূর্ণিমায় ডাল পূজা তারা যদি ভাল ভাবে সৃষ্টিকর্তার কাছে দেশ ও জাতির কল্যাণ কামনায় সঠিক ভাবে উপবাস থেকে প্রার্থনা করতে পারে, তাহলে তাদের সব ধরনের ইচ্ছা পূরণ হয়। 

আদিবাসীদের এই ডাল পুজা উৎসব দেখতে ওঁরাও সম্প্রদায়ের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ সমবেত হন সাঁওতাল পল্লী গুলোতে। তারা সম্মিলিত ভাবে কয়েকটি আদিবাসী গোত্রের নারী-পুরুষেরা আনন্দ উৎসব-মুখর পরিবেশে এই পূজা অর্চনা সম্পূর্ণ করেছে।

হাকিমপুর উপজেলা আদিবাসী পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল টপ্প বলেন, ‘আমাদের সবচেয়ে বড় উৎসব ডালপূজা। ভাদ্র মাসের পূর্ণিমার একাদশীতে এ পূজা পালন করে আসছি আমরা পূর্বপুরুষদের সময় থেকে। পরিবারের ছোট-বড় সবাই মিলে এতে অংশগ্রহণ করে থাকি।’

তিনি বলেন, আজ আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি, সব ধর্ম-বর্ণের মানুষ যেন মিলেমিশে ভাল ভাবে থাকতে এবং সুন্দর জীবন যাপন করতে পারে সেই প্রার্থনা আমরা সম্মিলিত ভাবে করে থাকি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
১০