চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ এবং অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, দিদারুল আলম জনপ্রতিনিধি থাকার সময় ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৫০১ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখল করেছেন। এছাড়া তার নামে খোলা ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৭৫ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৬৪৩ টাকা জমা এবং ৪৭২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ১৯৫ টাকা উত্তোলন করা হয়েছে। এতে মোট ৯৪৮ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকা হস্তান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে।

এছাড়া দিদারুল আলমের স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে জড়িত থাকায় তার বিরুদ্ধেও মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

মামলার সিদ্ধান্ত অনুসারে, দিদারুল আলম ও তার স্ত্রী মোসা. ইসমাত আরা বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
টেক্সাসে গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো রোধে বিল পাস
ইতালীয় ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানি মারা গেছেন
ইউক্রেনে ড্যানিশ রিফিউজি কাউন্সিলের ২ সদস্য নিহত: গভর্নর
সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ : আসন বেড়েছে গাজীপুরে, কমেছে বাগেরহাটে
রাকসু নির্বাচনে ২৩টি পদে মনোনয়ন তুলেছেন ৩৯৫ জন : প্রথম দিনে জমা পড়েছে ২৯টি
১০