জয়পুরহাট, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জয়পুরহাটে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যার উপর সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বেসরকারি সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলা’র উদ্যোগে শহরের কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় হলরুম প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতামূলক প্রচারণায় সভাপতিত্ব করেন কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহেরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন বেলা’র রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফিল্ড অফিসার সাইফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মতিউল আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মণ্ডল প্রমুখ।
সচেতনতা কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যার উপর বিস্তারিত প্রতিবেদন দেখানো এবং আলোচনা করা হয়।