জয়পুরহাটে গ্রাম আদালতে মিলছে কাঙ্ক্ষিত সেবা 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪
গ্রাম আদালতে মিলছে কাঙ্ক্ষিত সেবা ।ছবি : বাসস

জয়পুরহাট, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জয়পুরহাট জেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন গ্রাহকরা। নিজ বাড়ির কাছে ইউনিয়নে বসে এমন সেবা ও ন্যায় বিচার পেয়ে খুশি এলাকার জনমানুষ।

জানা গেছে, জেলার মোট ৩২টি ইউনিয়নে গ্রাম আদালত রয়েছে ৩২টি। এসব ইউনিয়নের বাসিন্দারা মাত্র ২০ টাকা খরচ করে দেওয়ানি ও ফৌজদারি মামলায় গ্রাম আদালতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। গত ৭ মাসে (ফেব্রুয়ারি থেকে আগস্ট) জেলায় গ্রাম আদালতে মামলা গ্রহণ হয়েছে ৩ হাজার ৮৮৬টি। 

এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১ হাজার ৮১৩টি, ফৌজদারি মামলার সংখ্যা ২ হাজার ৭৩টি। উচ্চ আদালত থেকে ইউনিয়ন পরিষদে মামলা পাঠানো হয়েছে ৩৭০টি। 

এসব মামলার মধ্যে মামলা নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৬৫৮টি। দেওয়ানি মামলা ১ হাজার ৬৯৩টি ও ফৌজদারি মামলা ১ হাজার ৯৬৫টির নিষ্পত্তি হয়েছে।

গ্রাম আদালতের জেলা ম্যানেজার রবিউল রহমান রাজু বাসসকে জানান, স্থানীয় জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও বিপদাপন্ন ব্যক্তিরা দ্রুত ও স্বল্পতম সময়ে, স্বল্প খরচে, স্বচ্ছতার ভিত্তিতে নিজ এলাকায় থেকে বিচার পেয়ে সকলেই খুশি। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে উচ্চ আদালতে মামলার সংখ্যা অনেক কমে যাবে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
১০