জয়পুরহাটে গ্রাম আদালতে মিলছে কাঙ্ক্ষিত সেবা 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪
গ্রাম আদালতে মিলছে কাঙ্ক্ষিত সেবা ।ছবি : বাসস

জয়পুরহাট, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জয়পুরহাট জেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন গ্রাহকরা। নিজ বাড়ির কাছে ইউনিয়নে বসে এমন সেবা ও ন্যায় বিচার পেয়ে খুশি এলাকার জনমানুষ।

জানা গেছে, জেলার মোট ৩২টি ইউনিয়নে গ্রাম আদালত রয়েছে ৩২টি। এসব ইউনিয়নের বাসিন্দারা মাত্র ২০ টাকা খরচ করে দেওয়ানি ও ফৌজদারি মামলায় গ্রাম আদালতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেবা। গত ৭ মাসে (ফেব্রুয়ারি থেকে আগস্ট) জেলায় গ্রাম আদালতে মামলা গ্রহণ হয়েছে ৩ হাজার ৮৮৬টি। 

এর মধ্যে দেওয়ানি মামলার সংখ্যা ১ হাজার ৮১৩টি, ফৌজদারি মামলার সংখ্যা ২ হাজার ৭৩টি। উচ্চ আদালত থেকে ইউনিয়ন পরিষদে মামলা পাঠানো হয়েছে ৩৭০টি। 

এসব মামলার মধ্যে মামলা নিষ্পত্তি হয়েছে ৩ হাজার ৬৫৮টি। দেওয়ানি মামলা ১ হাজার ৬৯৩টি ও ফৌজদারি মামলা ১ হাজার ৯৬৫টির নিষ্পত্তি হয়েছে।

গ্রাম আদালতের জেলা ম্যানেজার রবিউল রহমান রাজু বাসসকে জানান, স্থানীয় জনগণ বিশেষ করে নারী, দরিদ্র ও বিপদাপন্ন ব্যক্তিরা দ্রুত ও স্বল্পতম সময়ে, স্বল্প খরচে, স্বচ্ছতার ভিত্তিতে নিজ এলাকায় থেকে বিচার পেয়ে সকলেই খুশি। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে উচ্চ আদালতে মামলার সংখ্যা অনেক কমে যাবে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
টেক্সাসে গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো রোধে বিল পাস
ইতালীয় ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানি মারা গেছেন
ইউক্রেনে ড্যানিশ রিফিউজি কাউন্সিলের ২ সদস্য নিহত: গভর্নর
সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ : আসন বেড়েছে গাজীপুরে, কমেছে বাগেরহাটে
রাকসু নির্বাচনে ২৩টি পদে মনোনয়ন তুলেছেন ৩৯৫ জন : প্রথম দিনে জমা পড়েছে ২৯টি
দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার, স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে মামলা
১০