ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১
আজ ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার । ছবি : বাসস

ফেনী, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা মূল্যের বই প্রদান করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা সবাই এ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র। 

শিক্ষাজীবনে ভালো ফলাফলের পর বর্তমানে কেউ সরকারি-বেসরকারি চাকরিতে, কেউ ব্যবসা-বাণিজ্যে এবং অনেকে প্রবাসে কর্মরত আছেন। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তারা দীর্ঘদিন ধরে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আছেন। 

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক আরিফ পাটোয়ারী, সালাউদ্দিন বিপ্লব, উদ্যোক্তা হারুনুর রশিদ চৌধুরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভাপতি নিজাম উদ্দিন মোল্লা বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষা খাতে যা কিছু প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। পাশাপাশি ভালো ফলাফল করলে তাদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করা হবে।”

স্থানীয় অভিভাবকরা মনে করেন, “এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
১০