ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১
আজ ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার । ছবি : বাসস

ফেনী, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা মূল্যের বই প্রদান করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা সবাই এ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র। 

শিক্ষাজীবনে ভালো ফলাফলের পর বর্তমানে কেউ সরকারি-বেসরকারি চাকরিতে, কেউ ব্যবসা-বাণিজ্যে এবং অনেকে প্রবাসে কর্মরত আছেন। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তারা দীর্ঘদিন ধরে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আছেন। 

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক আরিফ পাটোয়ারী, সালাউদ্দিন বিপ্লব, উদ্যোক্তা হারুনুর রশিদ চৌধুরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভাপতি নিজাম উদ্দিন মোল্লা বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষা খাতে যা কিছু প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। পাশাপাশি ভালো ফলাফল করলে তাদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করা হবে।”

স্থানীয় অভিভাবকরা মনে করেন, “এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবিতে ২৯ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে
ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে রোনালদো ও মাস্ক
রাঙামাটিতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিএনপি ও এনসিপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ আজ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৩২ 
রমনা ভবনের পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
১০