ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১
আজ ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার । ছবি : বাসস

ফেনী, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা মূল্যের বই প্রদান করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা সবাই এ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র। 

শিক্ষাজীবনে ভালো ফলাফলের পর বর্তমানে কেউ সরকারি-বেসরকারি চাকরিতে, কেউ ব্যবসা-বাণিজ্যে এবং অনেকে প্রবাসে কর্মরত আছেন। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তারা দীর্ঘদিন ধরে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আছেন। 

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক আরিফ পাটোয়ারী, সালাউদ্দিন বিপ্লব, উদ্যোক্তা হারুনুর রশিদ চৌধুরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভাপতি নিজাম উদ্দিন মোল্লা বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষা খাতে যা কিছু প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। পাশাপাশি ভালো ফলাফল করলে তাদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করা হবে।”

স্থানীয় অভিভাবকরা মনে করেন, “এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘যুগান্তকারী’ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে
টেক্সাসে গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো রোধে বিল পাস
ইতালীয় ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানি মারা গেছেন
ইউক্রেনে ড্যানিশ রিফিউজি কাউন্সিলের ২ সদস্য নিহত: গভর্নর
সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ : আসন বেড়েছে গাজীপুরে, কমেছে বাগেরহাটে
রাকসু নির্বাচনে ২৩টি পদে মনোনয়ন তুলেছেন ৩৯৫ জন : প্রথম দিনে জমা পড়েছে ২৯টি
১০