ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার 

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১
আজ ফেনীতে মেধাবী শিক্ষার্থীদের বই উপহার । ছবি : বাসস

ফেনী, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিজন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা মূল্যের বই প্রদান করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা সবাই এ বিদ্যালয়ের ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র। 

শিক্ষাজীবনে ভালো ফলাফলের পর বর্তমানে কেউ সরকারি-বেসরকারি চাকরিতে, কেউ ব্যবসা-বাণিজ্যে এবং অনেকে প্রবাসে কর্মরত আছেন। সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তারা দীর্ঘদিন ধরে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আছেন। 

বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সভাপতি নিজাম উদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক আরিফ পাটোয়ারী, সালাউদ্দিন বিপ্লব, উদ্যোক্তা হারুনুর রশিদ চৌধুরী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভাপতি নিজাম উদ্দিন মোল্লা বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষা খাতে যা কিছু প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। পাশাপাশি ভালো ফলাফল করলে তাদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করা হবে।”

স্থানীয় অভিভাবকরা মনে করেন, “এ উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিয়ানমারে অভিযান থেকে বাঁচতে সহস্রাধিক লোকের থাইল্যান্ডে অনুপ্রবেশ
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন ম্যাক্সওয়েল
রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভাঙলেন অস্ট্রিয়ার করণবীর
চট্টগ্রাম বাজারে শীতের সবজি, কমতে শুরু করেছে দাম 
পিয়েরেকে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
১০