সাতক্ষীরায় দুই ইটভাটা মালিককে জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১
দুই ইটভাটা মালিককে জরিমানা। ছবি : বাসস

সাতক্ষীরা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার তালায় টাস্কফোর্সের অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকারক কাঠ ব্যবহারের অভিযোগে দুটি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় তার সঙ্গে ছিলেন, বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক আশরাফ আলীসহ ১৫ জন বিজিবি সদস্য, ৩ জন পুলিশ সদস্য ও ৩ জন পরিবেশ কার্যালয়ের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালা উপজেলার আলাদীপুর ও জাতপুরে কিছু অসাধু ব্যবসায়ী কয়লার পরিবর্তে পরিবেশের ক্ষতি করে এমন জ্বালানি কাঠ ব্যবহার করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পাওয়া যায়। এরপর তালা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে টাস্কর্ফোর্সের একটি আভিযানিক দল সেখানকার দুটি ইট ভাটায়  অভিযান চালায়। 

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ইটভাটা মালিক সাধন পালকে ১০ হাজার টাকা এবং অপর ইটভাটা মালিক সঞ্জয় পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
১০