সাতক্ষীরায় দুই ইটভাটা মালিককে জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১
দুই ইটভাটা মালিককে জরিমানা। ছবি : বাসস

সাতক্ষীরা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার তালায় টাস্কফোর্সের অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকারক কাঠ ব্যবহারের অভিযোগে দুটি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় তার সঙ্গে ছিলেন, বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক আশরাফ আলীসহ ১৫ জন বিজিবি সদস্য, ৩ জন পুলিশ সদস্য ও ৩ জন পরিবেশ কার্যালয়ের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালা উপজেলার আলাদীপুর ও জাতপুরে কিছু অসাধু ব্যবসায়ী কয়লার পরিবর্তে পরিবেশের ক্ষতি করে এমন জ্বালানি কাঠ ব্যবহার করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পাওয়া যায়। এরপর তালা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে টাস্কর্ফোর্সের একটি আভিযানিক দল সেখানকার দুটি ইট ভাটায়  অভিযান চালায়। 

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ইটভাটা মালিক সাধন পালকে ১০ হাজার টাকা এবং অপর ইটভাটা মালিক সঞ্জয় পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবিতে ২৯ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে
ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে রোনালদো ও মাস্ক
রাঙামাটিতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিএনপি ও এনসিপিসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে ইসি’র সংলাপ আজ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৩২ 
রমনা ভবনের পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সিআইডির মামলা
টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন
নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত 
১০