সাতক্ষীরায় দুই ইটভাটা মালিককে জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭
ছবি: বাসস

সাতক্ষীরা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার তালায় টাস্কফোর্সের অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকারক কাঠ ব্যবহারের অভিযোগে দুটি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় তার সঙ্গে ছিলেন, বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক আশরাফ আলীসহ ১৫ জন বিজিবি সদস্য, ৩ জন পুলিশ সদস্য ও ৩ জন পরিবেশ কার্যালয়ের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালা উপজেলার আলাদীপুর ও জাতপুরে কিছু অসাধু ব্যবসায়ী কয়লার পরিবর্তে পরিবেশের ক্ষতি করে এমন জ্বালানি কাঠ ব্যবহার করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পাওয়া যায়। এরপর তালা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে টাস্কর্ফোর্সের একটি আভিযানিক দল সেখানকার দুটি ইট ভাটায়  অভিযান চালায়। 

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ইটভাটা মালিক সাধন পালকে ১০ হাজার টাকা এবং অপর ইটভাটা মালিক সঞ্জয় পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০