সাতক্ষীরায় দুই ইটভাটা মালিককে জরিমানা

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭
ছবি: বাসস

সাতক্ষীরা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সাতক্ষীরার তালায় টাস্কফোর্সের অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকারক কাঠ ব্যবহারের অভিযোগে দুটি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় এ অভিযান চালানো হয়। 

বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় তার সঙ্গে ছিলেন, বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক আশরাফ আলীসহ ১৫ জন বিজিবি সদস্য, ৩ জন পুলিশ সদস্য ও ৩ জন পরিবেশ কার্যালয়ের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তালা উপজেলার আলাদীপুর ও জাতপুরে কিছু অসাধু ব্যবসায়ী কয়লার পরিবর্তে পরিবেশের ক্ষতি করে এমন জ্বালানি কাঠ ব্যবহার করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পাওয়া যায়। এরপর তালা উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে টাস্কর্ফোর্সের একটি আভিযানিক দল সেখানকার দুটি ইট ভাটায়  অভিযান চালায়। 

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ইটভাটা মালিক সাধন পালকে ১০ হাজার টাকা এবং অপর ইটভাটা মালিক সঞ্জয় পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরের সড়ক দুুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার 
যশোরের ভবদহে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন শুরু
নতুন বাংলাদেশে শারীরিক ও মানসিক সুস্থতার কথা ভাবতে হবে: শারমীন 
ডেঙ্গুতে আরো ৪৬৮ জন হাসপাতালে ভর্তি
যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু
অন্তর্বর্তী ও ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে আগ্রহী ক্রিস্টেনসেন 
মাদারীপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
তুরস্ক উপকূলে নৌকাডুবিতে ৭ অভিবাসীর প্রাণহানি
জুলাই আন্দোলনে নিরীহ আন্দোলনকারীদের হত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার প্রথম চার্জশিট
১০