ঝালকাঠিতে স্কাউট সদস্যদের সনদ বিতরণ

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫
৪ সেপ্টেম্বর, ২০২৫ ঝালকাঠিতে স্কাউট সদস্যদের সনদ বিতরণ। ছবি : বাসস

ঝালকাঠি, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ঝালকাঠি জেলা রোভার স্কাউট নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে  ট্রাফিক দায়িত্ব পালন করা স্কাউট কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যদের বাংলাদেশ রোভার স্কাউট প্রদত্ত সনদ প্রদান করা হয়। 

জেলা রোভার স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম। 

এ সময় বক্তব্য দেন জেলা রোভার স্কাউটস এর কমিশনার আইয়ূব আলী তালুকদার, হেমায়েত উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুঃ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাউথ বেঙ্গল রোভার স্কাউটের সম্পাদক এসএম রেজাউল করিম, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাচিলাপুর কিস্তাকাঠি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসলেম আলী সিকদার, আমুয়া কলেজের শিক্ষক লায়লা আরজুমান বানু।

সভায় আরএসএলদের নেতৃত্বে নতুন সদস্যদের সমন্বয়ে ইউনিট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক বলেন, যখন রাস্তায় পুলিশ ছিল না, তখন রোভার ও বিএনসিসিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ভলান্টিয়ারগণ যানজট মুক্ত রাখতে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রে এরকম একটি টিম প্রস্তুত থাকা ভালো। ক্রাইসিস মুহূর্তে তারা দেশ সেবায় নিয়োজিত হয়। 

তিনি প্রতিটি প্রতিষ্ঠানে রোভার স্কাউটের ইউনিট খোলার পরামর্শ দেন। তিনি বলেন, স্কাউট শিক্ষার্থীদের ভালো কিছু শিক্ষা দেয়। স্কাউট এর মাধ্যমে দেশের সেবা করার একটি ভালো সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে কাজ করা স্কাউট, রোভার স্কাউট ও স্কাউটারদের মধ্যে সনদ বিতরণ করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
১০