বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কাজ করবে ইউজিসি ও ইউএন উইমেন

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৩

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউএন উইমেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর সঙ্গে ইউএন উইমেনের তিন সদস্যের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ সিদ্ধান্ত হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি’র আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা, কর্মকর্তা সাদিয়া তাসনীম ও তোসিবা কাশেমও সভায় অংশ নেন।

সভায় নবনীতা সিনহা জানান, দেশের পাবলিক প্লেস, গণপরিবহন, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে তিন বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতকরণ, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও আচরণে ইতিবাচক পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএন উইমেন এ প্রকল্প বাস্তবায়ন করবে। ইউজিসি কর্তৃক নির্বাচিত পাঁচটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি’র সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে শিগগিরই ইউজিসি’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে ইউএন উইমেনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবকে আহ্বায়ক করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ইউএন উইমেনের সহযোগিতায় শিগগিরই একটি কর্মশালা আয়োজনের মাধ্যমে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
শ্রীলঙ্কায় পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৬
যানজটের নওগাঁ শহরে আশার আলো চার লেন সড়ক
সি'র সঙ্গে সম্পর্ক স্থিরভাবে বিকশিত করার আশা কিমের: কেসিএনএ
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতি নিহত 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে ‘যুদ্ধ দপ্তর’  রাখলেন ট্রাম্প
দুর্গাপূজা উদযাপনে মানিকগঞ্জে প্রস্তুতিমূলক সভা
রাজশাহীর বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
১০