সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮
ছবি: বাসস

সাতক্ষীরা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জেলার সীমান্ত এলাকা থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মদসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন তলুইগাছা, বৈকারী, কুশখালী, কাকডাঙ্গা,  ঘোনা, গাজীপুর ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির আভিযানিক দল কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৪৬ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ছবেদার মোড় ও কাকডাঙ্গা নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করে।

এছাড়া, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন বৈকারী নামক স্থান হতে, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান নামক স্থান হতে ও হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থান হতে ভারতীয় ঔষধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় বাইসাইকেল ও শাড়ি, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানাধীন মোবারকের মোড় নামক স্থান হতে ভারতীয় ঔষধ, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই থানাধীন মোবারকের মোড় নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
শ্রীলঙ্কায় পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৬
যানজটের নওগাঁ শহরে আশার আলো চার লেন সড়ক
সি'র সঙ্গে সম্পর্ক স্থিরভাবে বিকশিত করার আশা কিমের: কেসিএনএ
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতি নিহত 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে ‘যুদ্ধ দপ্তর’  রাখলেন ট্রাম্প
দুর্গাপূজা উদযাপনে মানিকগঞ্জে প্রস্তুতিমূলক সভা
রাজশাহীর বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
১০