সিলেট, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : সিলেটে ১ কোটি ৩৬ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, চা-পাতা, চিনি এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার টাকা। এসব মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।