সিলেট, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। ২০০৯ সালের এই দিনে সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
মৃত্যুবার্ষিকীতে সিলেটে জেলা, মহানগর বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, জেলা বিএনপি’র কর্মসূচির মধ্যে দুপুর ১২টায় মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত, বাদ মাগরিব সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণস্থ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল।
মহানগর বিএনপি’র কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১১টায় মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত এবং বাদ আছর শাহজালাল (রা.) মসজিদ প্রাঙ্গণে বিশেষ দোয়া।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে বাদ জুমআ সিলেটের বন্দরবাজার জামে মসজিদে দোয়া ও বিকেল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
এছাড়াও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে সকাল থেকে পবিত্র কুরআন খতম ও বাদ জোহর মিলাদ, দোয়া, শিরনি বিতরণ করা হবে।
এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দনে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবদুল বছিরন ও মা তালেবুন নেছা। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন সাইফুর রহমান। শিক্ষাজীবনে গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়তে লন্ডনে যান। সেখানে পৌঁছানোর পর মত পাল্টে যায় তার। বারিস্টারির পরিবর্তে পড়েন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। ১৯৫৩ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ফেলোশিপ অর্জন করেন সাইফুর রহমান। এছাড়া তিনি আর্থিক মূলনীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্নে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে দল গঠনে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হন সাইফুর রহমান। তিনি মৌলভীবাজার ও সিলেট থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালের ৮ জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট উপস্থাপন করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন। তিনি দীর্ঘদিন দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন ছাড়াও দেশ-বিদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।