চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৬

বাগেরহাট, ৪ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলার চিতলমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানভীর মোল্লা (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ  বৃহস্পতিবার  দুপুরে  চিতলমারী-শিবপুর সড়কের আমতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর মোল্লা উপজেলার শিবপুর গ্রামের মো. জাকারিয়া মোল্লার একমাত্র ছেলে। সে এ বছর চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে এসএসসি পাস করে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তানভীর মাকে সঙ্গে নিয়ে চিতলমারী আসে। পরে আইডি কার্ড সংগ্রহের জন মাকে রেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. মহিদুল ইসলাম জানান, ‘আমি চিতলমারীর দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে তানভীরকে পড়ে থাকতে দেখি। পরে তাকে ভ্যানে তুলে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদত হোসেন বাসসকে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল পরে আইনি প্রক্রিয়া শেষে তানভীর মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
১০