চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৬

বাগেরহাট, ৪ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলার চিতলমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তানভীর মোল্লা (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ  বৃহস্পতিবার  দুপুরে  চিতলমারী-শিবপুর সড়কের আমতলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর মোল্লা উপজেলার শিবপুর গ্রামের মো. জাকারিয়া মোল্লার একমাত্র ছেলে। সে এ বছর চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে এসএসসি পাস করে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তানভীর মাকে সঙ্গে নিয়ে চিতলমারী আসে। পরে আইডি কার্ড সংগ্রহের জন মাকে রেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. মহিদুল ইসলাম জানান, ‘আমি চিতলমারীর দিকে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে তানভীরকে পড়ে থাকতে দেখি। পরে তাকে ভ্যানে তুলে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদত হোসেন বাসসকে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল পরে আইনি প্রক্রিয়া শেষে তানভীর মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন
নাটোরে ডায়রিয়া আক্রান্ত এলাকায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ডিএসই-তে চার দিনের বিনিয়োগ প্রশিক্ষণ কর্মশালা
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে ১৩১ জন আটক
তিন জেলায় দুদকের অভিযান : স্বাস্থ্যসেবা ও বিভিন্ন প্রকল্পে অনিয়ম উদ্ঘাটন
চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সবাই যেন নিজেদের জীবনে মহানবী (স.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি : তারেক রহমান
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন জরুরি : শারমীন এস মুরশিদ
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
১০