পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, জরিমানা

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫

পঞ্চগড়, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও নোংরা তেল ব্যবহার করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে দুটি কারখানায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠান দুটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকার বাবু চানাচুর এবং পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকার সারোয়ার চানাচুর।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করে আসছিল বাবু চানাচুর নামের প্রতিষ্ঠানটি। চানাচুর তৈরিতে তারা পোকামাকড় যুক্ত বাদাম, মানহীন মরিচের গুড়াসহ নানা নোংরা উপকরণ ব্যবহার করছিল। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চানাচুর কারখানাটির ১২০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।

একই অভিযোগে সারোয়ার চানাচুর কারখানার মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চানাচুর কারখানাটি থেকে ৫০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে পঞ্চগড় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সেনা ক্যাম্পের সদস্যরাসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, কারখানা দুইটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তারা চানাচুর তৈরি করছিল। আমরা অভিযান পরিচালনা করে জরিমানা করেছি। একইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের আমীরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি ক্ষমতায় গেলে বিভাগ ও জেলায় বিকেএসপি’র মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হবে : ভোলায় বিএনপি নেতা আমিনুল হক
মা ইলিশ রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু করবে নৌপুলিশ
ব্যাংকগুলোকে বেসরকারি খাতের বিদেশি ঋণের তথ্য সিআইবি ডাটাবেজে জমা দিতে হবে
আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি
রাজধানীতে বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
ইসরাইলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান
অক্টোবরে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবে চীন
ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
১০