পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, জরিমানা

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫

পঞ্চগড়, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও নোংরা তেল ব্যবহার করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে দুটি কারখানায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠান দুটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকার বাবু চানাচুর এবং পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকার সারোয়ার চানাচুর।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি করে আসছিল বাবু চানাচুর নামের প্রতিষ্ঠানটি। চানাচুর তৈরিতে তারা পোকামাকড় যুক্ত বাদাম, মানহীন মরিচের গুড়াসহ নানা নোংরা উপকরণ ব্যবহার করছিল। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চানাচুর কারখানাটির ১২০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।

একই অভিযোগে সারোয়ার চানাচুর কারখানার মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চানাচুর কারখানাটি থেকে ৫০ কেজি চানাচুর জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে পঞ্চগড় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সেনা ক্যাম্পের সদস্যরাসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, কারখানা দুইটিতে অস্বাস্থ্যকর পরিবেশে তারা চানাচুর তৈরি করছিল। আমরা অভিযান পরিচালনা করে জরিমানা করেছি। একইসঙ্গে তাদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা
নাটোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ সমাপ্ত
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা 
শ্রীলঙ্কায় পর্যটক বহনকারী বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৬
যানজটের নওগাঁ শহরে আশার আলো চার লেন সড়ক
সি'র সঙ্গে সম্পর্ক স্থিরভাবে বিকশিত করার আশা কিমের: কেসিএনএ
রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতি নিহত 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম বদলে ‘যুদ্ধ দপ্তর’  রাখলেন ট্রাম্প
দুর্গাপূজা উদযাপনে মানিকগঞ্জে প্রস্তুতিমূলক সভা
রাজশাহীর বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
১০