মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪০
মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত। ছবি: বাসস

মেহেরপুর, ৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। 

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

আলোচনা সভায় জেলায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক সুরুজ আলীর  সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, জেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল রাহিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক এস এম আশরাফুল হাবীব প্রমুখ। 

আলোচনা সভার আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের নেতৃত্বে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

র‌্যালি ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে নাশতার মামলা দায়ের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
১০