সাতক্ষীরায় সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের দায়ে আটক ৪

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০
সাতক্ষীরায় আজ মাছ শিকারের অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ। ছবি: বাসস

সাতক্ষীরা, ৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় ঢুকে মাছ শিকারের অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছেন বনবিভাগের সদস্যরা। 

এ সময় তাদের ব্যবহৃত একটি নৌকা ও মাছ শিকারের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। 

আজ সোমবার ভোরে সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকার হেতালবুনিয়া খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের হালিম শেখ (৬০), জব্বার মালী (৫৮), তৈবুর রহমান মালী (২৫) ও জাহাঙ্গীর আলম (৩২)।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় কয়েকজন জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছেন এমন গোপন তথ্যেও ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট পেট্রোল টিম অভিযান চালায়। টিম লিডার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুল কারিমের নেতৃত্বে বনবিভাগে টিম হেতালবুনিয়া এলাকায় অভিযান চালায়। এসময় সেখানকার হেতালবুনিয়া খাল থেকে চার ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি নৌকা ও মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষজ্ঞ মতামত পর্যালোচনায় ঐকমত্য কমিশনের বৈঠক
জবিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ
বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত
ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান : অনিয়মের প্রাথমিক সত্যতা মিলেছে
জুলাই আন্দোলনের যুবা ও জেন্ডার ডাইভার্সদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন
জামায়াত আমীরের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ
শেখ হাসিনার ও পরিবারের নামের স্থাপনার নাম পরিবর্তন করেছে গৃহায়ন মন্ত্রণালয়
কুস্তিতে পুরুষ-নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন আনসার
১০