ফেনী, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): ফেনীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক (অ.দা.) ফরিদ উদ্দিন আহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মাহবুবুল আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরত্ন চাকমা, শিক্ষক সমিতির সভাপতি এটিএম সামছুল আলম চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। আরও বক্তব্য দেন বিজয়সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার নোমান উল্যাহ।
সাইফুল ইসলাম বলেন, সফলতার মাপকাঠির পরিবর্তন হয়ে গেছে। এসব ত্রুটিবিচ্যুতি ঠিক করতে সরকার থেকে উদ্যোগ রয়েছে। সবাই মিলে ফেনীর শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।