চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকির ১৫ মাস পর ঘরে ফিরলেন

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১
চাঁপাইনবাবগঞ্জের মানসিক ভারসাম্যহীন জাকিরকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়। ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার গোমস্তাপুর উপজেলা থেকে ১৫ মাস আগে নিখোঁজ জাকির হোসেন (২৮) নামের এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবককে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। এ সময় জাকিরের মা-বাবা, ভাইসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

জাকির গোমস্তাপুরের সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নের কায়েমপুর বেগপুর গ্রামের আমির আলীর ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্র জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) আওতাধীন শিবগঞ্জের মাসুদপুর কোম্পানি এবং ৭১ বিএসএফ ব্যাটালিয়নের শোভাপুর ক্যাম্পের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সূত্রগুলো জানায়, ২০২৪ সালের ৫ জুন নিখোঁজ হন জাকির। এ ঘটনায় তার পরিবার গোমস্তাপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। তাছাড়া বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি তার পরিবার। এরপর গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে পশ্চিমবঙ্গের বৈষ্ণবপুর থানা পুলিশ তাকে আটক করে।

৫৩ বিজিবি ঘটনাটি জানতে পেরে জাকিরের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করে তাকে ফেরত দিতে অনুরোধ করে। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় বিজিবি, বিএসএফ, শিবগঞ্জ ও গোমস্তাপুর থানা পুলিশ এবং পরিবারের সদ্যদের উপস্থিতিতে জাকিরকে বাংলাদেশে ফেরত আনা হয়।

৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ বাংলাদেশি জাকিরের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ও অব্যাহত যোগাযোগের মাধ্যমে তাকে ফেরত আনা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, জাকিরকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ভারতীয় পুলিশ বিজিবি-বিএসএফ এবং পরিবারের উপস্থিতিতে জাকিরকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,২৪৩ মামলা
লেবার পার্টিকে ‘আমাদের জীবনের লড়াই’ সম্পর্কে সতর্ক করেছেন স্টারমার
ইলিশ ধরা ও বিক্রি ২২ দিন নিষিদ্ধ
নড়াইলে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান
ফাইনালে তিলক ও টুর্নামেন্টের সেরা অভিষেক
এটোশার আগুন নেভাতে কয়েকশ’ সৈন্য মোতায়েন করেছে নামিবিয়া
রাঙ্গামাটিতে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাবাহিনীর 
ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রশাসনে স্বৈরাচারের দোসদের রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব না : মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
প্রতারণা এড়াতে ‘রেল সেবা’ অ্যাপ থেকে টিকেট কেনার পরামর্শ
১০