চাঁপাইনবাবগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জে ওএমএস’র (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) মাধ্যমে চাল-আটা বিক্রি কার্যক্রমের ডিলার পয়েন্ট বাড়ানোর দাবি উঠেছে।
এ দাবিতে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। ওই ওয়ার্ডে আরও ৪-৫ জন ডিলার বৃদ্ধির দাবি তাদের।
দরিদ্র এলাকাবাসী জানান, ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিম্ন আয়ের ও এই এলাকায় প্রচুর ঘনবসতি। এর আগে দীর্ঘদিন ধরে ৪ জন ডিলার ওএমএসের চাল-আটা বিতরণ করছিল। হঠাৎ করেই একজন ডিলার নির্ধারণ করা হয়েছে। এতে জনদুর্ভোগ দেখা দিয়েছে। তাই ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবি জানান তারা।
এ সময় ছিলেন স্থানীয় আশিক পারভেজ শাহিন, রুহুল আমিন, আখতার হোসেন চুনি, আমিনুল ইসলাম বুলবুল, বাহারাম আলী, ফারুক হোসেন, আখতার হোসেন, গৃহবধূ বাসন্তী চৌধুরী, রেজিয়া বেগম, তারিখা খাতুন বুলবুলিসহ অন্যান্যরা।