সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ১৬ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬

সুনামগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জের তাহিরপুরের কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই ১৬ জনকে এক মাস করে কারাদণ্ড দেন। এছাড়া একজনের কাছে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।  

দণ্ডপ্রাপ্তরা হলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের মোশাহিদ (২৫), বাশতলা গ্রামের আনোয়ার হোসেন (২৫), সাজিনুরের ছেলে মো. ইজাজুল (১৯), মহিউদ্দিনের ছেলে আজিম উল্লাহ (২৩), আতাবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২২), হালু মিয়ার ছেলে হেলামিন (২৪), সামছুল নুরের ছেলে মো. খসরু (২৩), আসাদ নুরের ছেলে জাহিদুল ইসলাম (২৪), মো. কবির হোসেন (৩০), মো. এবাদুল (১৯)। 

এছাড়া জমির হোসেনের ছেলে মো. হোসাইন (২৯), মর্তুজ আলীর ছেলে সাগর (১৯), আতাউর রহমানের ছেলে মো. জুবায়েল (১৯), ফালু মিয়ার ছেলে আমিন (২২), আজর আলীর ছেলে মো. আবিদ নুর (২১) এবং আব্দুল আলীর ছেলে সাজারুল হোসেন (২০)। 

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে। 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার জিম্মায় থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত
লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী সেজে চুরি,৭ নারী গ্রেফতার
জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
দৈনিক আজকের কণ্ঠ পত্রিকার ছদ্মবেশে প্রপাগাণ্ডা মেশিন 
যশোরে ২টি সোনার বারসহ এক ব্যক্তি আটক
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত 
ফেনীতে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মান বিষয়ক মতবিনিময় সভা
সংযুক্ত আরব আমিরাত গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না : জ্যেষ্ঠ কর্মকর্তা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন অভিযোগ
১০